হতে পারে এটা আমার শেষ দেখা
হতে পারে এটা আমার শেষ দেখা
এসকেএইচ সৌরভ বলছি
শুধু চোখের পলক
নিরাশার বুকে পরছে
এ মন হৃদয়ে ছোঁয়া
এক বিন্দু ভালোবাসা।
লাল সাদা মিশ্রিত , জোছনার ঝলক
তুমি আমার প্রিয়তমা
হতে পারে এটা আমার শেষ কথা,
তবে ভুলিনি তোমার ওই ভালোবাসা।
হতে পারে এটা আমার শেষ দেখা
হতে পারে এটা আমার প্রথম কথা,
তবে শেষ চিহ্ন শেষ আশা
হতে পারে না
ওগো আমার প্রিয়তমা।
তাকিয়ে আছি উড়াল চোখে
তোমার ওই চাহিনি দেখে।
শুধু পথ চেয়ে দাঁড়িয়ে আছি
সেই স্থানে
হয়েছিল দেখা প্রথম যেখানে।
রাগ করোনা কভু তুমি
ডাকবো না আর কখনো
হতে পারে এটা আমার শেষ দেখা
হতে পারে এটা আমার শেষ কথা
তবে ভুলবোনা আমি আমার এই জীবনে।
Post a Comment