Header Ads

বনলতা সেন


বনলতা সেন
এসকেএইচ সৌরভ হালদার

মিষ্টি প্রেমের গল্প ভরা
 হৃদয় দিয়ে গড়ে তোলা
 ভালোবাসার মন ভরা বনলতা সেন ।

নীল আকাশের তারা তুমি
 ভুলবো কেমনে তোমার মনি
 শিশির ভেজা ঘাসের উপর
 বনলতার পায়ের ছোঁয়া ,
সকালের মিষ্টি কুয়াশা 
ঘাসকে যেন দোলা দিয়ে যায় 
বনলতার ভালোবাসা ।