নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদী
এসকেএইচ সৌরভ হালদার
ক্ষণিক রুপের মোহ সৃষ্টিকারিনী
মাধুর্যপূর্ণ রুপ আকৃষ্টকারি
হে নরেন্দ্র মোদি।
রাজ রাজত্ব শাসিত করছেন
সত্যের সাথে মিশে
যথার্থ নয় এমন
কার্য যারা করেছে এ জীবনে
তাদের কে করেছেন অবরুদ্ধ।
দেশের প্রতি প্রেম
জনগনের সেবায়
নিজেকে করেছেন বন্ধন
মানুষের পাশে তিনি ,
থাকতে চেয়েছেন আজীবন।
মনুষ্যোচিত গুণসম্পন্ন ব্যক্তির মাঝে
সুখে দুঃখে কষ্টে আনন্দ
থাকতে চেয়েছেন সম্প্রদায়ে।
হে শ্রীমান নরেন্দ্র ,
এই বরেন্দ্রে তোমার পদার্পণে
হয়েছে ধন্য।
পেতে চাই তোমারি মতো রাজা
এক জীবন ভরে।
প্রতিটি মানুষ অসক্রি হয়ে
প্রতিদিনের মতো সূর্যোদয়ে
তাহারি প্রতীক্ষায় চেয়ে আছে
লক্ষ লক্ষ মানুষ ,
একবিন্দু আলোর জন্য।
Post a Comment