শীতের এ সকালে গান।এলব্যাম। এসকেএইচ সৌরভ হালদার ব্লগ
গীতিকার: এসকেএইচ সৌরভ হালদার
এলব্যাম: শীতের এ সকালে
ধিন তাক ধিন তাক
তাতা দিন
ধিন তাক ধিন তাক
তাতা দিন
________-----------------
________-----------------
ও ও ও
শীতের এ সকালে ,গাছের ঝরা পাতা
নুপুরের বাজনায়,এলোমেলো হাওয়া
মিলেছে আমার জানালার পাশে
তোমার গান গাওয়া ছেলেটা।
শীতের এ সকালে ,গাছের ঝরা পাতা
নুপুরের বাজনায়,এলোমেলো হাওয়া
মিলেছে আমার জানালার পাশে
তোমার গান গাওয়া ছেলেটা।।
শীতের এ হাওয়া
তালে তালে গাওয়া
তোমার নুপুরের বাজনা
বেজেছে এ মনে
________--------------
তাতা দিন তাতা দিন
তাতা দিন থা
_________-------------
শীতের এ সকালে
তোমার ও নৃত্যকে
সকালে দোলা দেয়
ফুলের বাগানে
শীতের এ সকালে
আকাশটা ঝকঝকে
কুয়াশায় ঢেকে রেখেছে
এই খুলনা শহরটাকে
শীতের এ সকালে
তোমার ও ভালোবাসা
দিয়েছে আমাকে মুগ্ধতা
হূ শীতের এ সকালে
লা লা লা লা লা লা
Post a Comment