Header Ads

তোমার আর ডাকবো না


তোমার আর ডাকবো না
এসকেএইচ সৌরভ হালদার

তোমার আর ডাকবো না
এমন করে 
মনকে সাড়া দেয় না 
ভালোবাসার ঘোরে।

তোমাকে একলা মনে 
আপন করে
নিজের মনে বাঁধধে গিয়ে
আপন কে যে বাঁধে কেবল 
আপন ভোরে।
যখন আমি ডাকবো তোমায় ,
ফুলের মাঝে আসবে তুমি 
প্রজাপতির ন্যায় প্রজাপতির মতো।

এই চিন্তাই করি সারাক্ষণ 
কেবল তোমার মাঝে থাকতে চাই 
এই ভুবন জুড়ে।