Header Ads

test

শঙ্খ তুমি কমল হতে পারো না


শঙ্খ তুমি কমল হতে পারো না
এসকেএইচ সৌরভ হালদার

শঙ্খ তুমি কমল হতে পারো না
 শঙ্খ তুমি এক সুরে 
আপন মনে বাসতে পারো না 
কেন তুমি থেমে যাও 
কেন তুমি তিনবার বেজে ওঠে 
সেই শুনেছিলাম দুর্গাপূজায়।

 আজ এই শুনলাম 
আমার প্রিয় তমা
 প্রিয়ার কাছে 
সে এসে যখন পূজায় বসল
 ভাবছিলাম তাকে বলব 
শঙ্খ বাজাও, বাজাও না।

 ওই সেই দুর্গাপূজায়
 তুমি বাজিয়েছিলে একটানা 
সবাই হৈ হৈ করে 
তালি দিতে লাগল
 আমি শুধু দেখতে থাকলাম
 তোমার লাল মুখখানা
 সেই তুমি বাজিয়েছিলে ।

 সাদা রংয়ের সংখ্যাটাকে
 দুর্গাপূজায় সিঁদুর দু হাত ভরে 
পড়েছিলে লাল চুড়িটাকে
 এই মন্দিরে দুর্গা মায়ের রূপ ধরে
 যেন দেখা দিয়েছিল 
তোমার এই অপরূপ সুন্দর  চিত্রকলাকে।