Header Ads

স্বপ্ন আমার সত্যি হবেস্বপ্ন আমার সত্যি হবে 
এসকেএইচ সৌরভ হালদার

ভাবি স্বপ্ন আমার
           সত্যি হবে 
না না দেখবো আবার 
ভোর রাতে ।

সে ছিল আমার
                 স্বপ্নের রানী 
ভেবেছি আমি অকালপন্তি
 আহা !আহা !
        দেখব এবার সামনাসামনি,
সে ছিল আমার স্বপ্নের রানী।

 কুয়াশায় কুহু কুহু 
ভোররাতে 
শিশির ভেজা ঠান্ডা হাওয়া
 গায়ে আমার নকশী কাঁথা 
ভালো লাগতো সে আমার স্বপ্ন দেখা রাজকন্যা।