Header Ads

অবিচরনী প্রেমের কথা

অবিচরনী প্রেমের কথা
এসকেএইচ সৌরভ হালদার

তোমার প্রেম যে সইতে পারে 
ওগো প্রেমি 
তাহার মাঝে আছে যে তুমি
লিপিবদ্ধ হয়ে রবি ঠাকুরের কবিতায়
প্রেমের সাথে আঁকড়ে ধরে 
বেঁচে আছি তোমার মাঝে 
আড়াল থেকে ক্ষণে ক্ষণে 
তুমি দেও দেখা কালো মেঘের ফাঁকে ফাঁকে
ভানুর মৃদু রেখার মত করে