Header Ads

উইকি যেন জ্ঞানের ভান্ডার-উকিপিডিয়া

উইকি যেন জ্ঞানের ভান্ডার
Wikipedian
Wikipedia


উইকি যেন জ্ঞানের ভান্ডার
এসকেএইচ সৌরভ হালদার

আমি উইকিপিডিয়াই নতুন। উইকি সম্পর্কে অল্প কিছুই জানি সেই অনুসারে আমি কাজ করে চলেছি। কাজ করতে করতে এমন অজানা তথ্য আমার জানা হয়ে গেছে যেটা আমি আগে জানতাম না। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য জানতে পেরেছি।উইকিপিডিয়া শুধু নতুন পাতা তৈরি করার মধ্যে আনন্দের সীমাবদ্ধতা নেই।উইকিপিডিয়ায় সম্পাদনা করার মধ্যেও যেন আনন্দ খুঁজে পাওয়া যায়। সে আনন্দটা পরিপূর্ণ হয় একটা জ্ঞান ভান্ডারে। সেই জ্ঞান হতে পারে একটি শিক্ষামূলক সাংগঠনিক, হতে পারে একজন জাতির অজানা তথ্য। উইকিপিডিয়ার মাধ্যমে একজন মানুষ জ্ঞান অর্জন করতে পারে।লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ জ্ঞান থাকলেও সেটাকেই আমরা জ্ঞান বলতে পারিনা কারণ এর বাইরে কিছু তথ্য থাকে যা আমাদের জানা হয়ে ওঠেনা।সেই ভাবে উইকিপিডিয়া অনেক তথ্য রয়েছে যেগুলো আমাদের জানতে সাহায্য করে নতুন নতুন নিবন্ধন  তৈরি ও সম্প্রসারণ  করার মধ্য দিয়ে। সেই সঙ্গে একজন পাঠক উইকিপিডিয়ায় জ্ঞান অর্জন করতে পারে বিভিন্ন ভাবে। তাই বলা যেতে পারে উইকিপিডিয়া একটা জ্ঞানের ভান্ডার। যে জ্ঞান একজন মানুষকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করতে পারে যেমন সেটা হতে পারে শিক্ষামূলক এবং চাকুরী। তার সেই পরিপূর্ণ জ্ঞান দ্বারা জীবনকে গড়ে তুলতে পারে।এক কথায় বলা যেতে পারে উইকিপিডিয়া একটা শক্তি যেটা শিক্ষামূলক বিষয় বিশাল অবদান রাখছে।সেই সাথে আরও বলা যেতে পারে উইকিপিডিয়া শুধু শিক্ষামূলক দিক থেকে নয় বিভিন্ন স্থান, ধর্ম ,শিক্ষা ,জাতি,সংস্কৃতি ,সাহিত্য ,জীবনী ইত্যাদি বিষয়ে জানা যায়। তাছাড়াও উইকিপিডিয়া একজন ব্যক্তির অবদান অনেক পাঠক কে জ্ঞানে পরিপূর্ণ করতে সাহায্য করে। উইকিপ্রকল্প শুধু একটা ওয়েবসাইট নয় একটি জাতি ও সমাজের উন্নয়নের প্রকল্প। উকিপিডিয়া